বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | EXCLUSIVE: আমি বাঙালি, বাংলা ছবি করতে চাই, এখানে এত প্রতিভা, আমি কি পাত্তা পাব: চন্দ্রশেখর

উপালি মুখোপাধ্যায় | | Editor: শ্যামশ্রী সাহা ১১ ফেব্রুয়ারী ২০২৪ ০৬ : ০৫


ধানবাদের ছেলে। কথায় অবাঙালি টান। সঞ্জয় লীলা বনশালির ‘রামলীলা’ দিয়ে শুরু। সম্প্রতি তিনি সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার’-এ ডাবল এজেন্ট ‘জারিনা বেগম’। অনিল কাপুর, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশনের সঙ্গে কাজ করা চন্দ্রশেখর দত্তর একটাই আফসোস, বাংলা ছবির পরিচালকেরা কি তাঁকে ডাকবেন না? অন্তরঙ্গ আলাপচারিতায় জানালেন সেকথা...

প্রশ্ন: ‘ফাইটার’ সুপারহিট, চন্দ্রশেখর দত্ত সাফল্য উপভোগ করছেন?
চন্দ্রশেখর: জবরদস্ত। খুব ভাল বাণিজ্য। দর্শকদের থেকে খুব ভাল সাড়া মিলেছে। সব কিছু খুব ভাল উপভোগ করছি।

প্রশ্ন: ‘জারিনা বেগম’কে দর্শক ভয় পাচ্ছে না নিন্দেমন্দ করছে?
চন্দ্রশেখর: লোকে প্রচণ্ড ভালবাসছে। জানেন, হলে আমায় দেখে সবাই সিটি দিয়েছে! পর্দায় যতবার দেখিয়েছে ততবার উল্লসিত তারা। মাঝের কিছু অংশ যদিও নেতিবাচক স্তর। ওটাই আসলে ছবির মূল আকর্ষণ।

প্রশ্ন: পর্দায় ‘ডাবল এজেন্ট’ হতে গিয়ে কী কী করলেন?
চন্দ্রশেখর: প্রথমে অডিশন। পরীক্ষায় পাশ করার পরে পরিচালকের সঙ্গে দীর্ঘ আলোচনা। সিদ্ধার্থ আনন্দ বললেন, ভাল করে চরিত্রটার জন্য তৈরি হও। একজন বিশেষজ্ঞের সহযোগিতায় তিনটে বই পড়েছিলাম। আর একগুচ্ছ ছবি দেখেছিলাম। এসবের পরে মনে হল, চরিত্রে এমন কিছু মেশাতে হবে যা দর্শক দেখলেই নাড়া খাবে। বিশেষ করে চলনে-বলনে-কথনে। তার জন্য প্রত্যেক মাসে একদিন করে প্রশিক্ষণ নিতাম। র এজেন্টের হাবভাব কেমন হবে, এয়ারফোর্সে পা রাখার পর সে কেমন করে নিজেকে উপস্থাপিত করবে... সব। টোনড ফিগার করতে হয়েছিল। মানে কোমর বা কাঁধ চওড়া হবে না। নারীর পেলবতা থাকবে সারা শরীরে। যাতে কণ্ঠস্বর না শোনা পর্যন্ত সবাই যাতে মেয়ে বলে ভুল করে। আর ছিল টানটান চিত্রনাট্য। সব মিলিয়ে উৎরে গেলাম। 

প্রশ্ন: র এজেন্টদের জীবন কেমন?
চন্দ্রশেখর: ভীষণ অন্যরকম। ওঁদের তো কোনও আত্মপরিচয় নেই! আজ এক পরিচয়ে বাঁচছে তো কাল অন্য পরিচয়ে। ঠিক যেন অভিজাত শ্রেণির বহুরূপী। রং বদলায়, চরিত্র বদলায়, দেশ বদলায়, ভাষা বদলায়, পেশা বদলায়। এত বৈচিত্র্য খুব কম পেশায় দেখা যায়। ওঁরা কোনও দিন থিতু হতে পারেন না। খুব ইন্টারেস্টিং। 

প্রশ্ন: কাজের সূত্রে অনিল কাপুর, হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোনকে খুব কাছ থেকে দেখলেন, কেমন ওঁরা?
চন্দ্রশেখর: অনিল কাপুর শরীরের যা যত্ন নেন, কেউ দেখে বলবেই না তিনি ৬০ পেরিয়ে গিয়েছেন! তেমনি অভিয়ের ধার। আর হৃতিক-দীপিকা হোমওয়র্ক করে আসতেন। মেকআপ নিয়ে সেটে পা রাখা মানেই ওঁরা চরিত্রে ঢুকে গিয়েছেন। খুব কম সময়ে অনেক বেশি ভাল কাজ দিতে ওঁদের দেখেছি। কাজের সময় কোনও গল্প, হুল্লোড় নেই। প্রচণ্ড পরিশ্রমী। ভীষণ প্রফেশনাল। তাছাড়া, তিন-চার মাস ধরে এয়ারফোর্স অ্যাকাডেমিতে ওঁরা ক্লাস করতেন।

প্রশ্ন: চরিত্রের খাতিরে বোরখা পড়লেন, ইচ্ছার বিরুদ্ধে মুসলিম নারীদের এই পোশাক পরার যন্ত্রণা টের পেলেন?
চন্দ্রশেখর: এর পিছনে একটা গল্প আছে। প্রথম বোরখা পরার পরে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। বাধ্য হয়ে শেষে বোরখার উপরে হিজাব পরানোর অনুরোধ জানিয়েছিলাম। না হলে অভিনয় করব কী করে?

প্রশ্ন: ভারত-পাকিস্তান নিয়ে আজও "চায়ে পে চর্চা", সেই অনুভূতিতে তৈরি ছবি ততটাও সফল হল?
চন্দ্রশেখর: কম কী হল? বিশ্বে ৩৫০ কোটি টাকা ব্যবসা করেছি আমরা। খারাপ কী? তাও তো ১২টা দেশে দেখানো যায়নি। সেটা হলে আরও ব্যবসা হত।

প্রশ্ন: সত্যিই কি ‘নিষিদ্ধ’ করার মতো বিতর্কিত কিছু আছে ছবিতে?
চন্দ্রশেখর: সত্যিই কিচ্ছু ছিল না। একটা সংলাপের জন্য এত কিছু! ভারত-যুক্তরাজ্যের দ্বন্দ্ব নিয়ে একটি বক্তব্যে আপত্তি। তার জন্য একটা ছবি নিষিদ্ধ! যার কোনও মানেই নেই।

প্রশ্ন: পাকিস্তানের অভিনেতাদের দাবি, অকারণ ঘৃণা ছড়াচ্ছে ভারত... দুই দেশের মধ্যে কি তা হলে দ্বন্দ্ব আর নেই? 
চন্দ্রশেখর: এক, পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে ছবি বানাতে পারে তা হলে আমাদের দেশ কী দোষ করল? দুই, সত্যিই যদি দ্বন্দ্ব না থাকত তা হলে দুই দেশের আর্থিক পরিকাঠামো অনেক উন্নত হত। স্বাস্থ্য, শিক্ষার মান বাড়ত। হ্যাঁ, আমরা দুই দেশ ক্রিকেট খেলি। বিনোদন দুনিয়ায় শিল্পীদের আনাগোনা হয়। ব্যস, ওই পর্যন্তই।



প্রশ্ন: ‘রামলীলা’ থেকে ‘ফাইটার’— প্রায়ই সবই নেতিবাচক চরিত্র... 
চন্দ্রশেখর: কোথায়! ‘জারিনা বেগম’ পুরোপুরি ইতিবাচক। সেটা নাটক তুলতে সবশেষে দেখানো হবে। বলতে পারেন ‘কেরালা স্টোরি’তে ‘মুসলিম ধর্মগুরু’র চরিত্র বা ‘খাকি’র ‘মন্ত্রী’ চরিত্র পুরোদস্তুর খলনায়ক। আবার ‘নকাব’, ‘লাখো মে এক’ কিন্তু পজিটিভ। মিলিয়েমিশিয়ে কাজ করেছি।

প্রশ্ন: বারবার এই ধরনের চরিত্রে আপনিই কেন? ভাল পারেন বলে? নাকি আপনার চেহারায় ভাল মানায়...তাই?
চন্দ্রশেখর: আমি চরিত্র বাছার সময় নেগেটিভ-পজিটিভ দেখি না। নানা ধরনের চরিত্রে নিজেকে মেলে ধরার চেষ্টা করি। কতটা অভিনয় করতে পারব, নিজের শিল্পসত্ত্বা কতটা তৃপ্ত হবে সেদিকে দেখি। বাণিজ্যিক ছবিতে কাজ খুবই কম। ‘রামলীলা’র পরে এটা দ্বিতীয়। নানা স্তরের চরিত্রের মধ্যে দিয়ে ১৫ বছর ধরে যেতে যেতে তবে এই জায়গায় পৌঁছোতে পেরেছি। পরিচালকেরাও মনে হয় সেটাই দেখেন। এবার চেহারার কথা। সিরিজ ‘লাখো মে এক’-এ গ্রাম্য, মারাঠি যুবকের ভূমিকায় অভিনয় করেছিলাম। আবার ‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’-এর জন্য ২৫ কিলো ওজন বাড়াতে হয়েছিল। বিহারি গুণ্ডাদের সঙ্গে মিশতে হয়েছিল। কারণ, আমি মানুষটা ভীষণ পলিশড। ধানবাদ থেকে ২৫ বছর আগে বলিউডে চলে এসেছি। উত্তর দিতে দিতে মনে হচ্ছে, প্রত্যেকটা চরিত্রই আমায় মানসিক এবং অভিনয়-দুই দিক থেকেই কোনও না কোনও ভাবে সমৃদ্ধ করেছে। তাই এদের শুধুই ‘নেগেটিভ’ বা ‘পজিটিভ’ বলে দাগিয়ে দেওয়াটা বোধহয় উচিত নয়।  

প্রশ্ন: ভিন্ন ধারার ছবিতে অভ্যস্ত অভিনেতার কাছে বাণিজ্যিক ধারার ছবিতে কাজ অস্বস্তির না উপভোগ্য?
চন্দ্রশেখর: ভাল প্রশ্ন। যদি হোমওয়র্ক করে যাওয়ার সুবিধে থাকে তা হলে বলব ঠিক আছে। যদি আচমকা সেটে গিয়ে সব কিছু বুঝতে হয়, করতে হয়— তা হলে সেটা সত্যিই খুব কঠিন।

প্রশ্ন: হোমওয়র্ক করা থাকলে দরকারে রণবীর, হৃতিকের মতো গাছের ডাল ধরে নাচতে পারবেন?
চন্দ্রশেখর: (একটু থেমে) আমি ঘোড়ায় চড়া, সাঁতার, ভলিবল, ব্যাডমিন্টন, গাড়ি চালানো পারি। একই ভাবে নাচটাও পারি। এখন দেখার, কোনও পরিচালক আমায় সেটা করে দেখানোর সুযোগ দেবেন কিনা। 

প্রশ্ন: তা হলে তথাকথিত ‘নায়ক’ও ‘অভিনেতা’ হতে পারেন?
চন্দ্রশেখর: দু’জনের উদাহরণ দেব। মিঠুন চক্রবর্তী, ইরফান খান। দুজনেই দুই ধারার চরিত্রে অভিনয় করে মাইলস্টোন তৈরি করে দিয়ে গিয়েছেন। প্রত্যেক ধারার ছবিতে মিশে গিয়ে অভিনয় করে। মিঠুনদার ‘ডিস্কো ডান্সার’, ‘ডান্স ডান্স’-এর পাশাপাশি ‘প্রেম পূজারি’ ‘শুকনো লঙ্কা’, ‘নোবেল চোর’ বা সাম্প্রতিক ‘কাবুলিওয়ালা’! প্রত্যেকটা অনবদ্য! দিনের শেষে আমিও বাঙালি। গর্ব হয় ওঁকে নিয়ে। ওঁর মতো কাজ করার স্বপ্ন দেখি। মিঠুনদা আমার গুরু।

প্রশ্ন: শিকড় যদি এই বাংলায়, বাংলা ছেড়ে গেলেন কেন? জাতীয় স্তরের স্বীকৃতি পেতে? নাকি বলিউড যা পারবে বাংলা তা দিতে পারবে না?
চন্দ্রশেখর: এর পিছনেও মিঠুনদার হাত। ওঁর মতো প্রথমে পুণে-সহ অভিনয় নিয়ে বিভিন্ন জায়গায় পড়াশোনা করেছি। তারপর বলিউডে কাজ শুরু করেছি। বড় স্বপ্ন দেখতে ভালবাসি। দেশ ছেড়ে বিদেশে যেতে চাই। পাশাপাশি, বাংলাতেও কাজ করব।

প্রশ্ন: কার ছবিতে কাজ করবেন?
চন্দ্রশেখর: আফসোস, সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক নেই। ওঁদের ছবিতে তো আর কাজ করতে পারব না। এখনকার সৃজিত মুখোপাধ্যায়ের কাজ খুব ভাল লাগে। মুশকিল কি জানেন, আমি বাঙালি। বাংলা ছবিতে কাজ করতে চাই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পড়ে বড় হয়েছি। কয়েক মাস বাংলায় থাকলেই আগের মতো ঝরঝরে বাংলা বলতে পারব। কিন্তু আমায় কাজ দেবে কে? এখানে এত প্রতিভা। তাঁদের পাশে আমি কি পাত্তা পাব? (দরাজ হাসি)

প্রশ্ন: তা হলে বাংলা থেকে মুম্বইয়ে অভিনেতারা গেলে নিরাপত্তাহীনতায় ভোগেন! ওঁরা যদি দুই জায়গাতেই রাজপাট চালান?
চন্দ্রশেখর: এত ছোট মন হলে শিল্প করব কী করে? ওঁরাও যাবেন। আমরাও আসব। তবে না আদানপ্রদান বাড়বে। শিল্প সমৃদ্ধ হবে। সবাই এখন সব জায়গায় কাজ করছেন। এই নিয়ে মাথাব্যথা নেই। 



প্রশ্ন: পুরনো পাড়া, বন্ধু, প্রাক্তন প্রেমিকা... আর টানেন?
চন্দ্রশেখর: (থমকে গিয়ে) এখনও বন্ধুরা আমার ছবি প্রথম দিনে প্রথম শো-তে দেখে। এক বন্ধু খুব বদমায়েশ। বলল, তোর সঙ্গে প্রিমিয়ারে ছবি দেখব। মুম্বইয়ে এসেছি। বললাম, চলে আয়। ও বাবা!, প্রিমিয়ারে নিয়ে গিয়ে দেখি ওর পিছনে আরও সাত জন! এদিকে প্রেক্ষাগৃহে ৫০ জনের সিট। তার মধ্যে সাতটা সিট আমার বন্ধুদের দখলে। কী ছবি? বনশালিজির ‘রামলীলা’! লজ্জায় সে দিন মাথা কাটা গিয়েছিল।

প্রশ্ন: প্রেমের কথা এড়িয়ে গেলেন, বাঙালি মেয়েকে বিয়ে করবেন না অন্য ভাষার?
চন্দ্রশেখর: আজ আমি যেখানে সেই জায়গায় পৌঁছোতে ১৫টা বছর লেগে গেল! এখন যদি প্রেম, বিয়ে নিয়ে ভাবি তা হলে আবার পিছিয়ে যাব। ওই পথে আমি নেই। আরও পাঁচ বছর প্রচণ্ড পরিশ্রম করে তারকা হয়ে যাই। তারপরে না হয় ভাবব?

 










নানান খবর

নিজের শরীর সম্পর্কে নোংরা মন্তব্য, রুচিহীন কটাক্ষ খুঁজে খুঁজে পড়েন শানায়া কাপুর! কারণ শুনলে চমকে যাবেন

সৌরভ গাঙ্গুলির চরিত্রে কি আদৌ মানাবে রাজকুমার রাও-কে? অভিনেতার পাশে দাঁড়িয়ে সোজাসাপটা জবাব প্রসেনজিতের!

‘আন্দাজ আপনা আপনা ২’তে প্রথমবার একসঙ্গে বড়পর্দায় শাহরুখ-সলমন-আমির? শুনেছেন সেই আমিরি-ইঙ্গিত?

‘…কাপুর পরিবারের উত্তরাধিকারী রণবীর নয়’ তাহলে কে? করিনার বক্তব্যে দানা বাঁধছে বিতর্ক!

বাকিদের সঙ্গে ঘর, প্রেম, লড়াই—সবই করবে এবার ‘বিগ বস’-এর অদ্ভুত এই প্রতিযোগী ‘হাবুবু’! চেনেন তাঁকে?

অ্যাকশন দৃশ্যের মহড়ায় রক্তারক্তি কাণ্ড ঘটল আদা শর্মার সঙ্গে! পেলেন গুরুতর চোট, কেমন আছেন অভিনেত্রী?

সাত বছর পূর্ণ করল প্রযোজনা সংস্থা মোজোটেল, নতুন কোন চমক নিয়ে আসছেন মা-মেয়ে জুটি সুমনা ও এহসাস কাঞ্জিলাল?

ভোর রাতে অলৌকিক ঘটনার সাক্ষী রূপসা চক্রবর্তী! ঘুমের ঘোরে আচমকা কী দেখলেন পর্দার 'কৌশিকী মুখার্জি'? 

আলাদা হচ্ছে দীপশ্বেতা-কৌশিকের পথ! বিয়ের তিন বছরের মধ্যেই কেন এই সিদ্ধান্ত?

একে 'মধুবনী'তে রক্ষে নেই, 'আরশি'কে বিপদে ফেলতে আসছে নতুন শত্রু! গল্পের নতুন মোড়ে এন্ট্রি নিচ্ছেন কোন নায়িকা?

প্রেমে ব্যাথা পেলে বাথরুমে ঢুকে এ কী করেন আদিত্য রায় কাপুর? ফাঁস অভিনেতার গোপন কীর্তি 

হিন্দি ধারাবাহিকের শুটিং হবে কলকাতায়, ফেডারেশনের ঐতিহাসিক সিদ্ধান্তে মিটতে চলেছে টলিপাড়ার ঠান্ডাযুদ্ধ?

গভীর রাতে ধুম জ্বর! গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ইন্দ্রদীপ দাশগুপ্ত, কী হয়েছে পরিচালকের? 

‘কাস্টিং কি দিলজিৎ করেছে?’ পরিচালককে ছেড়ে তাঁকে আক্রমণ কেন? ট্রোলারদের একহাত নাসিরুদ্দিনের

পর্দার আড়ালে কী হত ‘দ্য ট্রেইটরস’-এ? আতঙ্কে মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়লেন প্রতিযোগী অংশুলা

হেডিংলির পরে এজবাস্টনেও সেঞ্চুরি গিলের, বড় রানের স্বপ্ন দেখাচ্ছে ভারত

যৌন হেনস্থার অভিযোগ বর্ধমান মেডিক্যাল কলেজে

‘আমার বাবাকে খুঁজে দেবেন…’, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন যুবক, দু’ দিনেই যা ঘটে গেল জীবনে

সেঞ্চুরির আগে থামল যশস্বীর ব্যাট, ৫১ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন তারকা ওপেনার

ট্রাম্পকে মাত দিলেন খামেনেই! পরমাণু নিয়ে আর তোয়াক্কা নয় রাষ্ট্রপুঞ্জকেও, আইন আনল ইরান

কেন নেই কুলদীপ? হতবাক সানি, গম্ভীরের দল নির্বাচন নিয়ে অসন্তুষ্ট প্রাক্তনরা

মাঝ আকাশে ভয়াবহ ঘটনা, যাত্রীবাহী বিমান থেকে উড়ে গেল অংশ, তারপর?

প্রকৃত উৎসব হল মানবিকতা, যা দিয়ে শারদীয়া উৎসবের সূচনা হল ব্যারাকপুরে

বউয়ের বদলে নাতনিকেই? দাদুর এহেন কাণ্ডে হইচই নেট পাড়ায়!  ভাইরাল ভিডিও 

আচমকা আগুন পাটনার রুফটপ রেঁস্তোরায়! একটুর জন্য বাঁচলেন সবাই 

উদার ভারত, এ দেশের সিদ্ধান্তে বড় স্বস্তি পাক তারকাদের, কী হল? জানুন বিস্তারিত

আন্ডারটেকারের সঙ্গে হতে হতেও হয়নি রিংয়ের লড়াই, ডব্লিউডব্লিউই-র চুক্তি নিয়ে মুখ খুললেন ফ্লিনটফ

আরও শক্তিশালী হল ভারতীয় নৌসেনা

‘ভারতের কথা কেন শুনছে না আন্তর্জাতিকমঞ্চ?' পাক প্রসঙ্গ টেনে মোদিকে প্রশ্ন শশী পাঁজার

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর উপর আক্রমণ, গুলিতে মৃত্যু আক্রমণকারীর, বিজিবি ব্যবস্থা না নেওয়ায় এই ঘটনা, অভিযোগ বিএসএফ-এর

প্রকৃতির হাওয়া খেতে গাড়ি দাঁড় করিয়েছিল, কে জানত এমন ঘটবে? শুনলে শিউরে উঠবেন আপনিও

বাড়িতে অনুষ্ঠান রয়েছে সামনেই, গোটা ট্রেন বুক করতে চান, আইআরসিটিসি অ্যাপেই রয়েছে সমাধান

চোট সমস্যায় টেস্ট চ্যাম্পিয়নরা, এবার চোটের কবলে মহারাজও, নেতৃত্বে কে?

রাজ্যকে অশান্ত করতে বিজেপির নতুন অস্ত্র ‘তুলসী গাছ'!

কিছুতেই বাড়ছে না ওজন? আয়ুর্বেদের কয়েকটি ভেষজে ভরসা রেখে দেখুন তো! ৭ দিনে বদলে যাবে চেহারা

গল্প করতে করতে আচমকা ধাক্কা! এক নিমেষে শেষ সব, সিসিটিভি তে ধরা পড়ে ভয়ানক দৃশ্য 

বুধেই মনোনয়ন জমা, ভোট ছাড়াই সুকান্তর উত্তরসূরি হলেন শমীক! হাওয়া লাগবে পদ্মবনে?

পাকিস্তানের ঘুম উড়ল, আগামী সপ্তাহেই ভারতের হাতে আসতে চলেছে এই যুদ্ধাস্ত্র

এক সপ্তাহের বিশ্রামের পরও এজবাস্টনে নেই বুমরাহ, টিম ম্যানেজমেন্টের তীব্র সমালোচনায় শাস্ত্রী

সোশ্যাল মিডিয়া